নাট্যগীতি
৮৬
               বঁধুয়া,   অসময়ে কেন হে প্রকাশ।
               সকলই যে স্বপ্ন ব’লে হতেছে বিশ্বাস॥
               তুমি গগনেরই তারা   মর্তে এলে পথহারা–
               এলে ভুলে অশ্রুজলে আনন্দেরই হাস॥