নাট্যগীতি
৮৩
              তোমার কটি-তটের ধটি   কে দিল রাঙিয়া —
              কোমল গায়ে দিল পরায়ে   রঙিন আঙিয়া॥
              বিহানবেলা আঙিনাতলে   এসেছ তুমি কী খেলাছলে—
              চরণ দুটি চলিতে ছুটি   পড়িছে ভাঙিয়া।
              তোমার কটি-তটের ধটি  কে দিল রাঙিয়া॥

              কিসের সুখে সহাস মুখে   নাচিছ বাছনি—
              দুয়ার-পাশে জননী হাসে   হেরিয়া নাচনি।
              তাথেই-থেই তালির সাথে   কাঁকন বাজে মায়ের হাতে—
              রাখাল-বেশে ধরেছ হেসে   বেণুর পাঁচনি।
              কিসের সুখে সহাস মুখে   নাচিছ বাছনি।

              নিখিল শোনে আকুল-মনে   নূপুর-বাজনা,
              তপন-শশী হেরিছে বসি   তোমার সাজনা।
              ঘুমাও যবে মায়ের বুকে    আকাশ চেয়ে রহে ও মুখে,
              জাগিলে পরে প্রভাত করে   নয়ন-মাজনা।
              নিখিল শোনে আকুল-মনে   নূপুর-বাজনা॥