বিচিত্র
১০১
                তিমিরময় নিবিড় নিশা  নাহি রে নাহি দিশা–
                একেলা ঘনঘোর পথে,  পান্থ কোথা যাও॥
                বিপদ দুখ নাহি জানো,   বাধা কিছু না মানো,
                অন্ধকার হতেছ পার– কাহার সাড়া পাও॥
                দীপ হৃদয়ে জ্বলে,   নিবে না সে বায়ুবলে–
                মহানন্দে নিরন্তর  এ কী গান গাও।
                সমুখে অভয় তব,  পশ্চাতে অভয়রব–
                অন্তরে বাহিরে  কাহার মুখ চাও॥