বিচিত্র
৯১
           
তুমি উষার সোনার বিন্দু প্রাণের সিন্ধুকূলে,
           
শরৎ-প্রাতের প্রথম শিশির প্রথম শিউলিফুলে॥
                
আকাশপারের ইন্দ্রধনু ধরার পারে নোওয়া,
                
নন্দনেরই নন্দিনী গো চন্দ্রলেখায় ছোঁওয়া,
                
প্রতিপদে চাঁদের স্বপন শুভ্র মেঘে ছোঁওয়া–
                
স্বর্গলোকের গোপন কথা মর্তে এলে ভুলে॥
           
তুমি কবির ধেয়ান-ছবি পূর্বজনম-স্মৃতি,
           
তুমি আমার কুড়িয়ে-পাওয়া হারিয়ে-যাওয়া গীতি।
                
যে কথাটি যায় না বলা কইলে চুপে চুপে,
                
তুমি আমার মুক্তি হয়ে এলে বাঁধনরূপে–
                
অমল আলোর কমলবনে ডাকলে দুয়ার খুলে।