নাট্যগীতি
৪৮
                        রাজ-অধিরাজ, তব ভালে জয়মালা—
                        ত্রিপুরপুরলক্ষ্মী বহে তব বরণডালা॥
      ক্ষীণজনভয়তরণ তব অভয় বাণী,      দীনজনদুখহরণনিপুণ, তব পাণি,
                        তরুণ তব মুখচন্দ্র করুণরস-ঢালা॥
      গুণিরসিকসেবিত উদার তব দ্বারে       মঙ্গল বিরাজিত বিচিত্র উপচারে—
                 গুণ-অরুণ-কিরণে তব সব ভুবন আলা॥