বিচিত্র
৫৯
                 এমনি ক’রেই যায় যদি দিন যাক না।
        মন উড়েছে উড়ুক-না রে মেলে দিয়ে গানের পাখ্‌না॥
                 আজকে আমার প্রাণ ফোয়ারার সুর ছুটেছে,
                       দেহের     বাঁধ টুটেছে–
        মাথার ’পরে খুলে গেছে  আকাশের ওই সুনীল ঢাক্‌না॥
                 ধরণী আজ মেলেছে তার হৃদয়খানি,
                       সে যেন রে কেবল বাণী।
                 কঠিন মাটি মনকে আজি দেয় না বাধা,
                       সে কোন্‌   সুরে সাধা–
        বিশ্ব বলে মনের কথা,  কাজ প’ড়ে আজ থাকে থাক্‌-না॥