নাট্যগীতি
৩০
          তুমি    আছ কোন্‌ পাড়া?  তোমার   পাই নে যে সাড়া।
                পথের মধ্যে হাঁ ক’রে যে রইলে হে খাড়া॥
            রোদে প্রাণ যায় দুপুর বেলা,  ধরেছে উদরে জ্বালা—
                  এর কাছে কি হৃদয়জ্বালা।
                      তোমার   সকল সৃষ্টিছাড়া॥
          রাঙা অধর, নয়ন কালো   ভরা পেটেই লাগে ভালো—
              এখন    পেটের মধ্যে নাড়ীগুলো দিয়েছে তাড়া॥