বিচিত্র
৩২
          তরীতে পা দিই নি আমি, পারের পানে যাই নি গো।
          ঘাটেই বসে কাটাই বেলা, আর কিছু তো চাই নি গো॥
              তোরা যাবি রাজার পুরে   অনেক দূরে,
              তোদের রথের চাকার সুরে
                       আমার সাড়া পাই নি গো॥
              আমার এ যে গভীর জলে খেয়া বাওয়া,
              হয়তো কখন্‌ নিসুত রাতে উঠবে হাওয়া।
          আসবে মাঝি ওপার হতে  উজান স্রোতে,
          সেই আশাতেই চেয়ে আছি– তরী আমার বাই নি গো॥