নাট্যগীতি
        সখী, আর কত দিন            সুখহীন শান্তিহীন
              হা হা করে বেড়াইব নিরাশ্রয় মন লয়ে।
        পারি নে, পারি নে আর—       পাষাণ মনের ভার
              বহিয়া পড়েছি, সখী, অতি শ্রান্ত ক্লান্ত হয়ে।
        সম্মুখে জীবন মম              হেরি মরুভূমিসম,
              নিরাশা বুকেতে বসি ফেলিতেছে বিষশ্বাস।
        উঠিতে শকতি নাই             যে দিকে ফিরিয়া চাই
              শূন্য—শূন্য—মহাশূন্য নয়নেতে পরকাশ।
        কে আছে, কে আছে সখী,       এ শ্রান্ত মস্তক মম
              বুকেতে রাখিবে ঢাকি যতনে জননীসম।
        মন, যত দিন যায়,             মুদিয়া আসিছে হায়—
              শুকায়ে শুকায়ে শেষে মাটিতে পড়িবে ঝরি॥