শ্যামা

চরণে তব বিনতা,

ক্ষমিবে না, ক্ষমিবে না

আমার ক্ষমাহীনতা॥

এসো এসো এসো প্রিয়ে

মরণলোক হতে নূতন প্রাণ নিয়ে।

নিষ্ফল মম জীবন,

নীরস মম ভুবন

শূন্য হৃদয় পূরণ করো মাধুরীসুধা দিয়ে॥


নূপুর কুড়াইয়া লইয়া।

হায় রে নূপুর,

তার   করুণ চরণ ত্যজিলি, হারালি কলগুঞ্জনসুর।

নীরব ক্রন্দনে বেদনাবন্ধনে

রাখিলি ধরিয়া বিরহ ভরিয়া স্মরণ সুমধুর।

তোর ঝংকারহীন ধিক‍্কারে কাঁদে প্রাণ মম নিষ্ঠুর।

শ্যামার প্রবেশ

  শ্যামা।         এসেছি প্রিয়তম।

ক্ষমো মোরে ক্ষমো।

গেল না, গেল না কেন কঠিন পরান মম

তব নিঠুর করুণ করে।

বজ্রসেন।         কেন এলি, কেন এলি, কেন এলি ফিরে–

যাও যাও চলে যাও।

[ শ্যামার প্রণাম ও প্রস্থান

বজ্রসেন।         ধিক্‌ ধিক্‌ ওরে মুগ্ধ,

কেন চাস্‌ ফিরে ফিরে।

এ যে দূষিত নিষ্ঠুর স্বপ্ন

এ যে মোহবাষ্পঘন কুজ্ঝটিকা,

দীর্ণ করিবি না কি রে।

   অশুচি প্রেমের উচ্ছিষ্টে

নিদারুণ বিষ,

   লোভ না রাখিস