শ্যামা

  শূন্যমনে কোথায় তাকাস

সকল বাতাস সকল আকাশ

ওই পারের ওই বাঁশির সুরে

উঠে শিহরি॥

বজ্রসেন।       কহো কহো মোরে প্রিয়ে

আমারে করেছ মুক্ত কী সম্পদ দিয়ে।

অয়ি বিদেশিনী,

তোমারি কাছে আমি কত ঋণে ঋণী।

  শ্যামা।  নহে নহে নহে। সে কথা এখন নহে।

 

ওই রে তরী দিল খুলে।

তোর বোঝা কে নেবে তুলে॥

সামনে যখন যাবি ওরে,

থাক্‌ না পিছন পিছে প'ড়ে,

পিঠে তারে বইতে গেলে

একলা প'ড়ে রইবি কূলে॥

ঘরের বোঝা টেনে টেনে

পারের ঘাটে রাখলি এনে

তাই যে তোরে বারে বারে

ফিরতে হল গেলি ভুলে।

ডাক রে আবার মাঝিরে ডাক্‌,

বোঝা তোমার যাক ভেসে যাক,

জীবনখানি উজাড় ক'রে

সঁপে দে তার চরণমূলে॥

বজ্রসেন।         কী করিয়া সাধিলে অসাধ্য ব্রত

কহো বিবরিয়া।

জানি যদি প্রিয়ে,

শোধ দিব এ জীবন দিয়ে

এই মোর পণ॥

  শ্যামা। নহে নহে নহে। সে কথা এখন নহে।

তোমা লাগি যা করেছি

কঠিন সে কাজ,