মায়ার খেলা

তোমার কেহ নাই এ ত্রিভুবনে—

যে জন ফিরিতেছে আপন আশে,

তুমি ফিরিছ কেন তাহার পাশে?

নয়ন মেলি শুধু দেখে যাও,

হৃদয় দিয়ে শুধু শান্তি পাও!


কুমার।     তোমারে মুখ তুলে চাহে না যে,

থাক্‌ সে আপনার গরবে।

অশোক।     আমি, জেনে শুনে বিষ করেছি পান।

প্রাণের আশা ছেড়ে সঁপেছি প্রাণ।

যতই দেখি তারে ততই দহি,

আপন মনোজ্বালা নীরবে সহি—

তবু পারি নে দূরে যেতে, মরিতে আসি,

লই গো বুক পেতে অনলবাণ।

যতই হাসি দিয়ে দহন করে,

ততই বাড়ে তৃষা প্রেমের তরে,

প্রেমঅমৃতধারা ততই যাচি

যতই করে প্রাণে অশনি দান!

অমর।     ভালোবেসে যদি সুখ নাহি তবে কেন,

তবে কেন মিছে ভালোবাসা।

অশোক।     মন দিয়ে মন পেতে চাহি।

অমর ও কুমার।   ওগো কেন,

ওগো কেন মিছে এ দুরাশা!

অশোক।     হৃদয়ে জ্বালায়ে বাসনার শিখা,

নয়নে সাজায়ে মায়ামরীচিকা,

শুধু ঘুরে মরি মরুভূমে।

অমর ও কুমার।   ওগো কেন,

ওগো কেন মিছে এ পিপাসা!

অমর।     আপনি যে আছে আপনার কাছে,

নিখিল জগতে কী অভাব আছে!

আছে মন্দ সমীরণ, পুষ্পবিভূষণ,

কোকিলকূজিত কুঞ্জ।