ফাল্গুনী

ভিতর বাহির কালোয় কালো,

তোমার    চরণশব্দ বরণ করেছি

আজ    এই অরণ্যগভীরে।

 

ধীরে বন্ধু ধীরে ধীরে।

চলো    অন্ধকারের তীরে তীরে।

চলব আমি নিশীথরাতে

তোমার হাওয়ার ইশারাতে,

তোমার    বসনগন্ধ বরণ করেছি

আজ এই    বসন্তসমীরে॥


চতুর্থ দৃশ্যের গীতি-ভূমিকা
নবীনের জয়

প্রত্যাগত যৌবনের গান

বিদায় নিয়ে গিয়েছিলেম

বারে বারে।

ভেবেছিলেম ফিরব না রে।

এই তো আবার নবীন বেশে

এলেম তোমার হৃদয়-দ্বারে।

কে গো তুমি। — আমি বকুল ;

কে গো তুমি। — আমি পারুল ;

তোমরা কে বা। — আমরা আমের মুকুল গো

এলেম আবার আলোর পারে।


এবার যখন ঝরব মোরা

ধরার বুকে

ঝরব তখন হাসিমুখে।

অফুরানের আঁচল ভরে

মরব মোরা প্রাণের সুখে।

তুমি কে গো।— আমি শিমুল;