কাহিনী

কুর্নিশ করে আসে যেন মতি।


মতিকে লইয়া মালতীর পুনঃপ্রবেশ

 

মালতী।     মাথা নিচু করো। মাটি ছোঁও হাতে,

লাগাও হাতটা নাকের ডগাতে।

তিন পা এগোও, নিচু করো মাথা।

মতি।      আর তো পারি নে, ঘাড়ে হল ব্যথা।

মালতী।     তিন বার নাকে লাগাও হাতটা।

মতি।      টন্‌ টন্‌ করে পিঠের বাতটা।

মালতী।     তিন পা এগোও, তিন বার ফের্‌

ধুলো তুলে নেও ডগায় নাকের।

মতি।      ঘাট হয়েছিল এসেছি এ পথ,

এর চেয়ে সিধে নাকে দেওয়া খত।

জয় রানীমার, একাদশী আজি।

ক্ষীরো।      রানীর জ্যোতিষী শুনিয়েছে পাঁজি।

কবে একাদশী, কবে কোন্‌ বার

লোক আছে মোর তিথি গোনবার।

মতি।      টাকাটা সিকেটা যদি কিছু পাই

জয় জয় বলে বাড়ি চলে যাই।

ক্ষীরো।      যদি না'ই পাও তবু যেতে হবে —

কুর্নিশ করে চলে যাও তবে।

মতি।      ঘড়া ঘড়া টাকা ঘরে গড়াগড়ি,

তবু কড়াকড় দিতে কড়াকড়ি!

ক্ষীরো।      ঘরের জিনিস ঘরেরই ঘড়ায়

চিরদিন যেন ঘরেই গড়ায়।

মালতী!

মালতী।               আজ্ঞে।

ক্ষীরো।                     এবার মাগীরে

কুর্নিশ করে নিয়ে যাও ফিরে।

মতি।      চললেম তবে।

মালতী।                    রোসো, ফিরো নাকো,