প্রেম
৩৬৯
      এরা   পরকে আপন করে, আপনারে পর–
         বাহিরে বাঁশির রবে ছেড়ে যায় ঘর॥
           ভালোবাসে সুখে দুখে,   ব্যথা সহে হাসিমুখে,
              মরণেরে করে চিরজীবননির্ভর॥