প্রেম
৩১৯
     আমার   মন চেয়ে রয় মনে মনে   হেরে মাধুরী।
            নয়ন আমার কাঙাল হয়ে মরে না ঘুরি॥
            চেয়ে চেয়ে বুকের মাঝে   গুঞ্জরিল একতারা যে–
            মনোরথের পথে পথে বাজল বাঁশুরি।
            রূপের কোলে ওই-যে দোলে অরূপ মাধুরী॥
     কূলহারা কোন্‌ রসের সরোবরে   মূলহারা ফুল ভাসে জলের ’পরে।
            হাতের ধরা ধরতে গেলে   ঢেউ দিয়ে তায় দিই যে ঠেলে–
            আপন-মনে স্থির হয়ে রই, করি নে চুরি।
            ধরা দেওয়ার ধন তো সে নয়, অরূপ মাধুরী॥