অন্ত্যেষ্টি-সৎকার
এও ঠিক তাই। হৃদয়মৃণাল শোকসাগরের জলে! আহা!

আড্যি এস্কোয়ার। O tempora! O mores!

তর্কবাগীশ। চলচ্চিত্তং চলদ্‌‌‌‍বিত্তং চলজ্জীবন-হায় হায় হায়।

ন্যায়বাগীশ। যদুপতেঃ ক্ক গতা মথুরাপুরী, রঘুপতেঃ

[কন্ঠরোধ

দঃখীরাম। হায় কৃষ্ণকিশোর বাহাদর, তুমি কোথায় গেলে!

নেপথ্য হইতে ক্ষীণকন্ঠ। আমি এইখানেই আছি বাবা! দোহাই, তোরা অত চেঁচাস নে।