প্রেম
২৮২
              যখন   ভাঙল মিলন-মেলা
           ভেবেছিলেম ভুলব না আর চক্ষের জল ফেলা॥
দিনে দিনে পথের ধুলায়   মালা হতে ফুল ঝরে যায়–
      জানি নে তো কখন এল বিস্মরণের বেলা॥
            দিনে দিনে কঠিন হল কখন্‌ বুকের তল–
     ভেবেছিলেম ঝরবে না আর আমার চোখের জল।
           হঠাৎ দেখা পথের মাঝে,   কান্না তখন থামে না যে–
              ভোলার তলে তলে ছিল অশ্রুজলের খেলা॥