প্রেম
২৬৯
কাছে থেকে দূর রচিল কেন গো
আঁধারে।
মিলনের মাঝে বিরহকারায় বাঁধা রে
॥
সমুখে
রয়েছে সুধাপারাবার, নাগাল না পায় তবু আঁখি তার–
কেমনে সরাব কুহেলিকার এই বাধা রে॥
আড়ালে আড়ালে শুনি শুধু তারি
বাণী যে।
জানি তারে আমি, তবু তারে নাহি
জানি যে।
শুধু
বেদনায় অন্তরে পাই, অন্তরে পেয়ে বাহিরে হারাই–
আমার ভুবন রবে কি কেবলই আধা রে॥