প্রকৃতি
২১৩
   সব দিবি কে সব দিবি পায়,   আয় আয়
আয়।
   ডাক পড়েছে ওই শোনা যায়   ‘আয় আয়
আয়’॥
        
আসবে যে সে স্বর্ণরথে–  জাগবি কারা রিক্ত পথে
        
পৌষ-রজনী তাহার আশায়,   আয় আয় আয়।
   ক্ষণেক কেবল তাহার খেলা,   হায়
হায় হায়।
   তার পরে তার যাবার বেলা,   হায়
হায় হায়।
        
চলে গেলে জাগবি যবে   ধনরতন বোঝা হবে–
        
বহন করা হবে যে দায়,   আয় আয় আয়॥