প্রেম
২৩৫
     দিনান্তবেলায় শেষের ফসল দিলেম তরী-’পরে,
          এ পারে কৃষি হল সারা,
                  যাব ও পারের ঘাটে॥
              হংসবলাকা উড়ে যায়
                  দূরের তীরে, তারার আলোয়,
              তারি ডানার ধ্বনি বাজে মোর অন্তরে।
           ভাঁটার নদী ধায় সাগর-পানে  কলতানে,
                 ভাবনা মোর ভেসে যায় তারি টানে॥
     যা-কিছ নিয়ে চলি শেষ সঞ্চয়
      সুখ নয় সে, দুঃখ সে নয়, নয় সে কামনা–
           শুনি শুধু মাঝির গান আর দাঁড়ের ধ্বনি তাহার স্বরে॥