প্রেম
২৩২
      ওগো পড়োশিনি,
         শুনি বনপথে সুর মেলে যায় তব কিঙ্কিণী॥
           ক্লান্তকূজন দিনশেষে,    আম্রশাখে,
              আকাশে বাজে তব নীরব রিনিরিনি॥
         এই নিকটে থাকা
          অতিদূর আবরণে রয়েছে ঢাকা।
                 যেমন দূরে বাণী আপনহারা গানের সুরে,
           মাধুরীরহস্যমায়ায় চেনা তোমারে না চিনি॥