প্রেম
১৯৯
     সখী,   তোরা দেখে যা এবার এল সময়।
         আর বিলম্ব নয়, নয়, নয়॥
              কাছে এল বেলা,   মরণ-বাঁচনেরই খেলা,
                       ঘুচিল সংশয়।
                   আর বিলম্ব নয়॥
             বাঁধন ছিঁড়িল তরী,
     হঠাৎ দখিন-হাওয়ায়-হাওয়ায়   পাল উঠিল ভরি।
         ঢেউ উঠেছে ওই খেপে,   ও তোর   হাল গেল যে কেঁপে,
                    ঘূর্ণিজলে ডুবে গেল সকল লজ্জা ভয়॥