প্রেম
১৯৪
        ওগো আমার চির-অচেনা পরদেশী,
        ক্ষণতরে এসেছিলে নির্জন নিকুঞ্জ হতে কিসের আহবানে॥
               যে কথা বলেছিলে ভাষা বুঝি নাই তার,
               আভাস তারি হৃদয়ে বাজিছে সদা
               যেন কাহার বাঁশির মনোমোহোন সুরে॥
        প্রভাতে একা বসে গেঁথেছিনু মালা,
        ছিল পড়ে তৃণতলে অশোকবনে।
               দিনশেষে ফিরে এসে পাই নি তারে,
               তুমিও কোথা গেছ চলে–
               বেলা গেল, হল না আর দেখা॥