প্রকৃতি
১৬৯
       পোহালো পোহালো বিভাবরী,
             পূর্বতোরণে শুনি বাঁশরি॥
   নাচে তরঙ্গ, তরী অতি চঞ্চল,   কম্পিত অংশুককেতন-অঞ্চল,
        পল্লবে পল্লবে পাগল জাগল   আলসলালস পাসরি॥
উদয়-অচলতল সাজিল নন্দন,   গগনে গগনে বনে জাগিল বন্দন,
   কনককিরণঘন শোভন স্যন্দন–নামিছে শারদসুন্দরী।
দশদিক-অঙ্গনে দিগঙ্গনাদল ধ্বনিল শূন্য ভরি শঙ্খ সুমঙ্গল–
   চলো রে চলো চলো তরুণযাত্রীদল   তুলি নব মালতীমঞ্জরী॥