প্রেম
১৬৮
   কাঁদার সময় অল্প ওরে, ভোলার সময় বড়ো।
   যাবার দিনে শুকনো বকুল মিথ্যে করিস জড়ো॥
            আগমনীর নাচের তালে  নতুন মুকুল নামল ডালে,
            নিঠুর হাওয়ায় পুরানো ফুল ওই-যে পড়ো-পড়ো॥
   ছিন্নবাঁধন পান্থরা যায় ছায়ার পানে চলে,
   কান্না তাদের রইল পড়ে শীর্ণ তৃণের কোলে।
          জীর্ণ পাতা উড়িয়ে ফেলা   খেল্‌, কবি, সেই শিশুর খেলা–
          নতুন গানে কাঁচা সুরের প্রাণের বেদী গড়ো॥