প্রেম
১৬৬
           সকালবেলার আলোয় বাজে বিদায়ব্যথার ভৈরবী–
               আন্‌ বাঁশি তোর, আয় ক’বি॥
   শিশিরশিহর শরতপ্রাতে    শিউলিফুলের গন্ধ-সাথে
      গান রেখে যাস আকুল হাওয়ায়, নাই যদি রোস নাই র’বি॥
           এমন ঊষা আসবে আবার সোনায় রঙিন দিগন্তে,
                 কুন্দের দুল সীমন্তে।
   কপোতকূজনকরুণ ছায়ায়      শ্যামল কোমল মধুর মায়ায়
           তোমার গানের নূপুরমুখর
                      জাগবে আবার এই ছবি॥