প্রেম
১৫৪
           কে দিল আবার আঘাত আমার দুয়ারে।
  এ নিশীথকালে কে আসি দাঁড়ালে,  খুঁজিতে আসিলে কাহারে॥
      বহুকাল হল বসন্তদিন  এসেছিল এক অতিথি নবীন
         আকুল জীবন করিল মগন  অকূল পুলকপাথারে॥
  আজি এ বরষা নিবিড়তিমির,  ঝরোঝরো জল, জীর্ণ কুটীর–
  বাদলের বায়ে প্রদীপ নিবায়ে  জেগে বসে আছি একা রে।
  অতিথি অজানা, তব গীতসুর  লাগিতেছে কানে ভীষণমধুর–
         ভাবিতেছি মনে যাব তব সনে  অচেনা অসীম আঁধারে॥