প্রকৃতি
১৩০
শ্রাবণের গগনের গায় বিদ্যুৎ চমকিয়া যায়।
ক্ষণে ক্ষণে শর্বরী শিহরিয়া
উঠে, হায়॥
তেমনি
তোমার বাণী মর্মতলে যায় হানি
সঙ্গোপনে,
ধৈরজ যায় যে টুটে, হায়॥
যেমন বরষধারায় অরণ্য আপনা
হারায় বারে বারে
ঘন রস-আবরণে
তেমনি তোমার স্মৃতি ঢেকে ফেলে মোর গীতি
নিবিড় ধারে আনন্দ-বরিষনে, হায়॥