প্রেম
১০৪
        চৈত্রপবনে মম চিত্তবনে     বাণীমঞ্জরী সঞ্চলিতা
                      ওগো ললিতা॥
        যদি বিজনে দিন বহে যায়     খর তপনে ঝরে পড়ে হায়
                 অনাদরে হবে ধূলিদলিতা
                      ওগো ললিতা॥
     তোমার লাগিয়া আছি পথ চাহি –  বুঝি বেলা আর নাহি নাহি
     বনছায়াতে তারে দেখা দাও,     করুণ হাতে তুলে নিয়ে যাও –
                  কন্ঠহারে করো সঙ্কলিতা
                      ওগো ললিতা॥