প্রকৃতি
১০৪
মধু    -গন্ধে-ভরা   মৃদু   -স্নিগ্ধছায়া   নীপ   -কুঞ্জতলে
শ্যাম   -কান্তিময়ী    কোন্‌   স্বপ্নমায়া    ফিরে   বৃষ্টিজলে॥
ফিরে   রক্ত-অলক্তক-ধৌত পায়ে  ধারা   -সিক্ত বায়ে,
মেঘ   -মুক্ত সহাস্য শশাঙ্ককলা   সিঁথি   -প্রান্তে জ্বলে॥
পিয়ে   উচ্ছল তরল প্রলয়মদিরা   উন্‌   মুখর তরঙ্গিণী ধায় অধীরা,
কার    নির্ভীক মূর্তি তরঙ্গদোলে   কল   -মন্দ্ররোলে।
এই তারাহারা নি:সীম অন্ধকারে   কার   তরণী চলে॥