প্রকৃতি
৯৩
       কেন     পান্থ, এ চঞ্চলতা।
       কোন্‌     শূন্য হতে এল কার বারতা॥
নয়ন কিসের প্রতীক্ষা-রত    বিদায়বিষাদে উদাস-মতো–
ঘনকুন্তলভার ললাটে নত,    ক্লান্ত তড়িতবধূ তন্দ্রাগতা॥
কেশরকীর্ণ  কদম্ববনে  মর্মরমুখরিত মৃদুপবনে
বর্ষণহর্ষ-ভরা  ধরণীর   বিরহবিশঙ্কিত করুণ কথা।
ধৈর্য মানো ওগো, ধৈর্য মানো!  বরমাল্য গলে তব হয় নি ম্লান–
               আজও হয় নি ম্লান–
ফুলগন্ধনিবেদনবেদনসুন্দর   মালতী তব চরণে প্রণতা॥