প্রকৃতি
৯১
       গগনে গগনে আপনার মনে কী খেলা তব।
       তুমি কত বেশে নিমেষে নিমেষে নিতুই নব॥
জটার গভীরে লুকালে রবিরে,   ছায়াপটে আঁক এ কোন্‌ ছবি রে।
       মেঘমল্লারে কী বল আমারে কেমনে কব॥
        বৈশাখী ঝড়ে সে দিনের সেই অট্টহাসি
       গুরুগুরু সুরে কোন্‌ দূরে দূরে যায় যে ভাসি।
সে সোনার আলো শ্যামলে মিশালো– শ্বেত উত্তরী আজ কেন কালো॥
       লুকালে ছায়ায় মেঘের মায়ায় কী বৈভব॥