প্রকৃতি
৭২
       বাদল-বাউল বাজায় রে একতারা–
    সারা  বেলা ধ’রে ঝরোঝরো ঝরো ধারা॥
জামের বনে ধানের ক্ষেতে   আপন তানে আপনি মেতে
           নেচে নেচে হল সারা॥
    ঘন জটার ঘটা ঘনায় আঁধার আকাশ-মাঝে,
    পাতায় পাতায় টুপুর টুপুর নূপুর মধুর বাজে।
ঘর-ছাড়ানো আকুল সুরে    উদাস হয়ে বেড়ায় ঘুরে
            পুবে হাওয়া গৃহহারা॥