প্রকৃতি
৫৬
         আজ শ্রাবণের আমন্ত্রণে
         দুয়ার কাঁপে ক্ষণে ক্ষণে,
         ঘরের বাঁধন যায় বুঝি আজ টুটে॥
ধরিত্রী তার অঙ্গনেতে    নাচের তালে ওঠেন মেতে,
         চঞ্চল তাঁর অঞ্চল যায় লুটে॥
         প্রথম যুগের বচন শুনি মনে
         নবশ্যামল প্রাণের নিকেতনে।
পুব-হাওয়া ধায় আকাশতলে,   তার সাথে মোর ভাবনা চলে
         কালহারা কোন্‌ কালের পানে ছুটে॥