প্রেম
৫৯
      মরি  লো মরি,   আমায়   বাঁশিতে ডেকেছে কে॥
              ভেবেছিলেম ঘরে রব, কোথাও যাব না–
      ওই-যে   বাহিরে বাজিল, বলো কী করি॥
              শুনেছি কোন্‌ কুঞ্জবনে যমুনাতীরে
         সাঁঝের বেলায় বাজে বাঁশি ধীর সমীরে–
      ওগো, তোরা জানিস যদি   আমায়   পথ বলে দে॥
               দেখি গে তার মুখের হাসি,
        তারে     ফুলের মালা পরিয়ে আসি,
        তারে     বলে আসি ‘তোমার বাঁশি
             আমার     প্রাণে বেজেছে’॥