প্রেম
                           ২৭

             পাছে   সুর ভুলি এই ভয় হয়–
             পাছে   ছিন্ন তারের জয় হয়॥
     পাছে  উৎসবক্ষণ তন্দ্রালসে হয় নিমগন,     পুণ্য লগন
                 হেলায় খেলায় ক্ষয় হয়–
             পাছে   বিনা গানেই মিলনবেলা ক্ষয় হয়॥
             যখন   তাণ্ডবে মোর ডাক পড়ে
     পাছে  তার তালে মোর তাল না মেলে   সেই ঝড়ে।
     যখন   মরণ এসে ডাকবে শেষে বরণ-গানে,   পাছে প্রাণে
                 মোর বাণী সব লয় হয়–
             পাছে   বিনা গানেই বিদায়বেলা লয় হয়॥