প্রেম
                           ১৫

            দিয়ে গেনু বসন্তের এই গানখানি–
            বরষ ফুরায়ে যাবে, ভুলে যাবে জানি॥
               তবু তো ফাল্গুনরাতে   এ গানের বেদনাতে
                  আঁখি তব ছলোছলো,   এই বহু মানি॥
      চাহি না রহিতে বসে ফুরাইলে বেলা,
      তখনি চলিয়া যাব শেষ হলে খেলা।
         আসিবে ফাল্গুন পুন,   তখন আবার শুনো
            নব পথিকেরই গানে নূতনের বাণী॥