প্রেম
১২
নিদ্রাহারা রাতের এ গান বাঁধব
আমি কেমন সুরে।
কোন্ রজনীগন্ধা হতে আনব সে তান
কন্ঠে পূরে॥
সুরের কাঙাল আমার
ব্যথা ছায়ার কাঙাল রৌদ্র যথা
সাঁঝ-সকালে বনের পথে উদাস হয়ে বেড়ায় ঘুরে॥
ওগো, সে কোন্ বিহান বেলায় এই
পথে কার পায়ের তলে
নাম-না-জানা তৃণকুসুম শিউরেছিল
শিশিরজলে।
অলকে তার একটি গুছি করবীফুল রক্তরুচি,
নয়ন করে কী ফুল চয়ন নীল গগনে দূরে দূরে॥