প্রকৃতি
৩৮
ওগো আমার শ্রাবণমেঘের খেয়াতরীর মাঝি,
অশ্রুভরা পুরব হাওয়ায় পাল তুলে দাও আজি॥
        উদাস হৃদয় তাকায়ে রয়,   বোঝা তাহার নয় ভারি নয়,
        পুলক-লাগা এই কদম্বের একটি কেবল সাজি॥
ভোরবেলা যে খেলার সাথি ছিল আমার কাছে,
মনে ভাবি, তার ঠিকানা তোমার জানা আছে।
        তাই তোমারি সারিগানে    সেই আঁখি তার মনে আনে,
        আকাশ-ভরা বেদনাতে রোদন উঠে বাজি॥