প্রেম
                             
৩
  কাহার গলায় পরাবি গানের    রতনহার,
তাই কি বীণায় লাগালি যতনে    নূতন তার॥
             
কানন পরেছে শ্যামল দুকূল,   আমের শাখাতে নূতন মুকুল,
                   
নবীনের মায়া করিল আকুল হিয়া তোমার॥
  যে কথা তোমার কোনো দিন আর   হয় নি বলা
  নাহি জানি কারে তাই
বলিবারে     করে উতলা!
             
দখিনপবনে বিহ্বলা ধরা   কাকলিকূজনে হয়েছে মুখরা,
                    
আজি নিখিলের বাণীমন্দিরে   খুলেছে দ্বার॥