প্রকৃতি
২৯
     গহন ঘন ছাইল গগন ঘনাইয়া।
     স্তিমিত দশদিশি, স্তম্ভিত কানন,
     সব চরাচর আকুল– কী হবে কে জানে
     ঘোরা রজনী, দিকললনা ভয়বিভলা॥
     চমকে চমকে সহসা দিক উজলি
     চকিতে চকিতে মাতি ছুটিল বিজলি
     থরথর চরাচর পলকে ঝলকিয়া
     ঘোর তিমিরে ছায় গগন মেদিনী
     গুরুগুরু নীরদ গরজনে স্তব্ধ আঁধার ঘুমাইছে,
     সহসা উঠিল জেগে প্রচন্ড সমীরন– কড়কড় বাজ॥