প্রকৃতি
২৪
তপস্বিনী হে ধরণী,
ওই-যে তাপের বেলা আসে–
তপের
আসনখানি প্রসারিল মৌন নীলাকাশে॥
অন্তরে প্রাণের লীলা হোক তব অন্ত:শীলা,
যৌবনের পরিসর শীর্ণ হোক হোমাগ্নিনিশ্বাসে॥
যে তব বিচিত্রতান
উচ্ছসি উঠিত বহু গীতে
এক হয়ে মিশে যাক
মৌনমন্ত্রে ধ্যানের শান্তিতে।
সংযমে বাঁধুক লতা কুসুমিত চঞ্চলতা,
সাজুক লাবণ্যলক্ষ্মী দৈন্যের ধুসর
ধুলিবাসে॥