পূজা
                       ৬০৮

       কেন রে এই দুয়ারটুকু পার হতে সংশয়?
                জয় অজানার জয়।
       এই দিকে তোর ভরসা যত, ওই দিকে তোর ভয়!
                জয় অজানার জয়॥
       জানাশোনার বাসা বেঁধে    কাটল তো দিন হেসে কেঁদে,
           এই কোণেতেই আনাগোনা নয় কিছুতেই নয়।
                জয় অজানার জয়॥
            মরণকে তুই পর করেছিস ভাই,
                জীবন যে তোর তুচ্ছ হল তাই।
       দু দিন দিয়ে ঘেরা ঘরে     তাইতে যদি এতই ধরে,
           চিরদিনের আবাসখানা সেই কি শূন্যময়?
                জয় অজানার জয়॥