পূজা
                       ৬০৩

      দিনের বেলায় বাঁশি তোমার বাজিয়েছিলে অনেক সুরে–
      গানের পরশ প্রাণে এল, আপনি তুমি রইলে দূরে॥
         শুধাই যত পথের লোকে  ‘এই বাঁশিটি বাজালো কে’–
         নানান নামে ভোলায় তারা, নানান দ্বারে বেড়াই ঘুরে॥
      এখন আকাশ ম্লান হল, ক্লান্ত দিবা চক্ষু বোজে–
      পথে পথে ফেরাও যদি মরব তবে মিথ্যা খোঁজে।
         বাহির ছেড়ে ভিতরেতে    আপনি লহো আসন পেতে–
              তোমার বাঁশি বাজাও আসি
                আমার প্রাণের অন্তঃপুরে॥