পূজা
৫৮১
না রে, না রে, হবে না তোর স্বর্গসাধন–
সেখানে যে মধুর বেশে
ফাঁদ পেতে রয় সুখের বাঁধন॥
ভেবেছিলি দিনের
শেষে তপ্ত পথের প্রান্তে এসে
সোনার মেঘে মিলিয়ে
যাবে সারা দিনের সকল কাঁদন॥
না রে, না রে, হবে না তোর, হবে
না তা–
সন্ধ্যাতারার হাসির
নীচে হবে না তোর শয়ন পাতা।
পথিক বঁধু পাগল
ক’রে পথে বাহির করবে তোরে–
হৃদয় যে তোর ফেটে
গিয়ে ফুটবে তবে তাঁর আরাধন॥