স্বদেশ
             আমরা   মিলেছি আজ মায়ের ডাকে।
        ঘরের হয়ে পরের মতন ভাই ছেড়ে ভাই ক’দিন থাকে?।
        প্রাণের মাঝে থেকে থেকে   ‘আয়’ ব'লে ওই ডেকেছে কে,
সেই    গভীর স্বরে উদাস করে–আর কে কারে ধরে রাখে?।
        যেথায় থাকি যে যেখানে   বাঁধন আছে প্রাণে প্রাণে,
সেই    প্রাণের টানে টেনে আনে–সেই   প্রাণের বেদন জানে না কে?।
        মান অপমান গেছে ঘুচে,  নয়নের জল গেছে মুছে–
সেই    নবীন আশে হৃদয় ভাসে ভাইয়ের পাশে ভাইকে দেখে॥
        কত দিনের সাধনফলে   মিলেছি আজ দলে দলে–
আজ    ঘরের ছেলে সবাই মিলে   দেখা দিয়ে আয় রে মাকে॥