পূজা
                 ৫৭৪

           পাতার ভেলা ভাসাই নীরে,
           পিছন-পানে চাই নে ফিরে॥
    কর্ম আমার বোঝাই ফেলা,   খেলা আমার চলার খেলা।
    হয় নি আমার আসন মেলা,  ঘর বাঁধি নি স্রোতের তীরে॥
           বাঁধন যখন বাঁধতে আসে
           ভাগ্য আমার তখন হাসে॥
    ধুলা-ওড়া হাওয়ার ডাকে   পথ যে টেনে লয় আমাকে–
    নতুন নতুন বাঁকে বাঁকে গান দিয়ে যাই ধরিত্রীরে॥