স্বদেশ
     নিশিদিন   ভরসা রাখিস,   ওরে মন,   হবেই হবে।
     যদি পণ   করে থাকিস   সে পণ তোমার রবেই রবে।
               ওরে মন,  হবেই হবে॥
     পাষাণসমান আছে পড়ে,    প্রাণ পেয়ে সে উঠবে ওরে,
         আছে যারা বোবার মতন তারাও কথা কবেই কবে॥
     সময় হল, সময় হল– যে যার আপন বোঝা তোলো রে–
         দুঃখ যদি মাথায় ধরিস সে দুঃখ তোর সবেই সবে।
     ঘণ্টা যখন উঠবে বেজে   দেখবি সবাই আসবে সেজে–
         এক সাথে সব যাত্রী যত একই রাস্তা লবেই লবে॥