নটরাজ
দোল

আলোকরসে মাতাল রাতে

বাজিল কার বেণু।

দোলের হাওয়া সহসা মাতে,

ছড়ায় ফুলরেণু।

অমলরুচি মেঘের দলে

আনিল ডাকি গগনতলে,

উদাস হয়ে ওরা যে চলে

শূন্যে-চরা ধেনু।

 

দোলের নাচে সে বুঝি আছে

অমরাবতীপুরে?

বাজায় বেণু বুকের কাছে,

বাজায় বেণু দূরে।

শরম ভয় সকলি ত্যেজে

মাধবী তাই আসিল সেজে,

শুধায় শুধু ‘ বাজায় কে যে

মধুর মধু সুরে।

 

গগনে শুনি এ কী এ কথা,

কাননে কী যে দেখি —

এ কি মিলনচঞ্চলতা।

বিরহব্যথা এ কি।

আঁচল কাঁপে ধরার বুকে,

কী জানি তাহা সুখে না দুখে।

ধরিতে যারে না পারে তারে

স্বপনে দেখিছে কি।

 

লাগিল দোল জলে স্থলে,

জাগিল দোল বনে,

সোহাগিনীর হৃদয়তলে,